Featured

What is HTML? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল-Web Design full course Bangla tutorial-HTML course



Published
এই লেসনে আমরা শিখব ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল-Web Design full course Bangla tutorial | এইচটিএমএল কি(What is HTML)?এবং এইচটিএমএল কি কি কাজে ব্যবহার করা হয় এবং এইচটিএমএল(HTML) দিয়ে আমরা কি কি করতে পারি। আমরা পৃথিবীতে যত ওয়েবসাইট দেখতে পাই সবগুলোই কিন্তু এইচটিএমএল দিয়ে তৈরি করা একটি।
মানুষের যেমন স্ট্রাকচার কঙ্কাল দিয়ে তৈরি ঠিক তেমনই একটি ওয়েবসাইটের স্ট্রাকচার এইচটিএমএল দিয়ে তৈরি। ফেসবুক ইউটিউবসহ বিশ্বের যত ওয়েবসাইট রয়েছে সবগুলোই কিন্তু এইচটিএমএল দিয়ে মার্কআপ করা হয়েছে। এইচটিএমএল দিয়ে মার্কআপ করা হয় ফলে এইচটিএমএল কে মার্কআপ ল্যাংগুয়েজ(Markup Language) বলা হয়।
এইচটিএমএল হলো এক ধরনের কোড এবং এই কোড গুলো লেখার জন্য আপনার একটি সফটওয়্যার বা টুলস অথবা এডিটর এর প্রয়োজন হবে। একটি জনপ্রিয় টেক্সট এডিটর টুলস হচ্ছে সাবলাইম।
ডাউনলোড লিংকঃ https://www.sublimetext.com/

যদি এইচটিএমএল সহ ওয়েব ডিজাইনের বিস্তারিত জানতে চান তাহলে এই ওয়েবসাইট থেকেও শিখতে পারেন (www.w3schools.com)।

আমি যে ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপন করছে এই ভিডিও গুলো যদি আপনারা দেখেন তাহলে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

#html_tutorial #web_design #website #bangla_tutorial

BE MY FRIEND:
------------------------------------------
Category
Web design
Be the first to comment