Featured

Class no:01|| Introduction to Web designing || ওয়েব ডিজাইনিং এর সাথে পরিচয়



Published
কোর্স এর বর্ণনা:
আমরা প্রতিনিয়তই অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করছি। এক একটা ওয়েব সাইট এক এক ধরনের হয়। ওয়েবসাইট এর আকার, আকৃতি ও লেখা সবগুলিই আলাদা আলাদা হয়। সহজভাবে বলতে গেলে HTML ও CSS এর সাহায্যে কিছু সংখ্যক লেখা ও ছবি কে পূর্নাঙ্গ ওয়েবসাইটে রুপ দেওয়াকেই ওয়েব ডিজাইনিং বলা হয়।আর কিভাবে ওয়েব ডিজাইনিং করতে ‌হয় তা খুব সহজেই এই কোর্সটির মাধ্যমে জানা যাবে।


কোর্সটির উপকারিতা:
বর্তমান সময়ে ওয়েব ডিজাইন এর প্রচুর পরিমান চাহিদা রয়েছে। দক্ষতা বৃদ্ধি ও অনলাইন এ ক্যারিয়ার গড়তে চাইলে অবশ্যই HTML and CSS সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা রাখতে হবে। ওয়েব ডিজাইন করার জন্য প্রাথমিক যাত্রা হিসেবে HTML,CSS স্বচ্চ ধারণা রাখতে হবে। আর যদি ওয়েব ডেভেলাপমেন্ট এ ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলে অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে হবে। ওয়েব ডিজাইনিং হলো ওয়েব ডেভেলাপমেন্ট শিখার প্রথম ধাপ। আর এই কোর্সটি করে ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে এবং HTML ও CSS এর ব্যবহার দেখতে পারবেন।


এই‌ কোর্সটি ৮-১৮বছর বয়সের যেকেউ মজার সাথে করতে পারবে।

কোর্সটি করতে ল্যাপটপ বা ডেক্সটপ লাগবে ও এ‌ কোর্সটিতে সব কোড Note Pad এ‌ করা হয়েছে এবং Google Chrome এ দেখানো হয়েছে।

দেরি না করে পুরো কোর্সের প্রতিটি টিউটোরিয়াল দেখে শিখে ফেলো Web Design with Html, Css Basic.

For Certificate Course Course: www.ofkbd.com
Download Mobile App: https://play.google.com/store/apps/details?id=com.ofk.bd
Category
Web design
Be the first to comment