Featured



Published
We will have 3 students from Brain Station 23 share their career and experience

কম্পলিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স উইথ ঝংকার মাহবুব কোর্স থেকে বর্তমানে প্রফেশনাল লাইফে কাজ করছেন এমন ৩ জনকে নিয়ে Programming Hero Community গ্রুপে আজ একটি লাইভ থাকছে।
সাকসেসফুলি হায়ার্ড ৩ জন নিয়ে আজ রাত 10 টায় ঝংকার মাহবুব ভাইয়া লাইভ সেশনে আসবেন। এই গ্রুপেই লাইভ হবে।
আমরা শুনব সেই ৩ জনের পরিশ্রমের গল্প। কিভাবে টানা ৪ মাসের বেশি লেগে থেকে পরিশ্রম করে ওয়েব ডেভেলপমেন্ট শিখে জবের প্রস্তুতি নিয়েছে। শেখার ক্ষেত্রে কী কী বাঁধা ছিলো, স্ট্রাগলের গল্প গুলো ও আমরা শুনবো।
সময়ঃ ১৪ ই মে, রাত ১০.০০ টা
সেশনে যা থাকছেঃ
১. যেভাবে কোর্সের জার্নি কমপ্লিট করেছেন।
২. চাকরির জন্য কী কী বিষয় গুলো খেয়াল রাখা প্রয়োজন।
৩. নতুন দের জন্য ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার গাইডলাইন।
৪. লাইভ QA সেশন।
এটা ছাড়াও বিস্তারিত আরো অনেক আলোচনা করা হবে।
এখানে উল্লেখ্য উনারা ৩ জনই দেশের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি Brain Station 23 তে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। ২ জন বর্তমানে সেখানে আছেন। একজন BS এ ৯ মাস কাজ করার পর Sayburgh এ শিফট হয়েছেন, ৩ জনই প্রোগ্রামিং হিরো ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ব্যাচ ২ এর স্টুডেন্ট ছিলেন।
উনাদের মধ্যে কিন্তু Non-CSE থেকে আসা মানুষ থাকায় কীভাবে নন সিএসই থেকে ক্যারিয়ার শুরুর সাহস করা যায় সেই বিষয়ে ও আমরা জানতে পারবো।
সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে আজ রাত ঠিক ১০ টায় এই গ্রুপেই ।
Category
Web design
Be the first to comment