Featured

ওয়েবসাইট তৈরী করুন নিজেই | Make A Free Website in Blogger/ Blogspot Full Bangla Tutorial | Part 1



Published
আজকের ভিডিওটি Blogger ব্যবহার করে ফ্রি ওয়েবসাইট তৈরী করা নিয়ে ফুল সিরিজ টিউটোরিয়ালের প্রথম পর্ব। আপনি যদি ওয়েবসাইট তৈরীতে একদম নতুন, কাজ না জানা বা একদমই অজ্ঞ হয়ে থাকেন, তারপরও এই সিরিজের ভিডিওগুলো দেখার পর আপনি নিজেই গুগলের ব্লগার ব্যবহার করে প্রফেশনাল ওয়েবসাইট নিজের জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য তৈরী করতে পারবেন এমনকি এই সাইটটি ব্যবহার করে আপনি অ্যাডসেন্স থেকে মনিটাইজেশন অন করে টাকাও আয় করতে পারবেন।

মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট মাত্র ৫ মিনিটেই।
#tech_mustafij #technical_mustafij
#freewebsite #মোবাইল_দিয়ে_ওয়েবসাইট
ওয়েবসাইট তৈরী করুন নিজেই | Make A Free Website in Blogger/ Blogspot Full Bangla Tutorial | Part 1

মোবাইলে ফ্রী ওয়েবসাইট খুলে কিভাবে ইনকাম করা যায় আপনারা জানতে পারবেন এই ভিডিও গুলোর মাধ্যমে।

ব্লগার মূলত google এর সার্ভিস। তারা আমাদের ফ্রী ওয়েবসাইট খুলতে একটি সুবিধা দিচ্ছে। যত খুশি ফাইল আপলোড করুণ আপনার ওয়েবসাইটের জন্য । তবে ডোমেইন এর শেষে .blogspot লেখাটা থাকবে।

আপনি চাইলে ডাইরেক্ট .com/.xyz/.in/.org সহ যেকোনো ডোমেইন কিনে ব্লগার এ অ্যাড করতে পারবেন।

আপনিই এটা জানলে আরো অনেক অবাক হবেন যে যতগুলো মুভি download ওয়েবসাইট আছে সব গুলোই ব্লগার ব্যাবহার করে। কারণ কোনো প্রকার হোস্টিং কিনতে হয় না।
আরো অনেক নিউজ পোর্টাল ওয়েবসাইট রয়েছে যারা ব্লগার ব্যাবহার করে ।

আশা করছি সব গুলো পর্ব দেখলে আপনিও একজন ওয়েবসাইট এক্সপার্ট হতে পারবেন ।

আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানান। সমাধান পাবেন ইনশাআল্লাহ।

পরবর্তী পর্বগুলো একাধারে আপলোড করা হবে - পেতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেইজে ফলো করুন।

Category
Web design
Be the first to comment